আগামী ২১ জুন, রবিবার বিশ্ব যোগ ব্যায়াম দিবস পালিত হবে পৃথিবীর ১৯০টি দেশে। সেই উপলক্ষে ওই দিন দিল্লির রাজপথে ৪৫,০০০ মানুষ এক সঙ্গে যোগ ব্যায়াম করবেন। গিনেস বুক অফ রেকর্ডস সংস্থার কাছে ভারত সরকারের অনুরোধ, এই ঘটনাকে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি দেওয়া হোক।
যোগ ব্যায়ামের গুরু রামদেবের দাবি, এই ১৯০টি দেশের মধ্যে রয়েছে বহু মুসলিম দেশও। কিন্তু রামদেবের যা-ই দাবি হোক না কেন, বিভিন্ন মুসলিম ধর্মগুরুরা অভিযোগ করছেন, যোগ ব্যায়াম আসলে একটি হিন্দু বৈদিক প্রথা। বিশেষ করে বিভিন্ন যোগ ব্যায়ামের অন্যতম সূর্য নমস্কার একেবারেই হিন্দু রীতি। এটা মুসলমানদের ওপর চাপিয়ে দেওয়া চলবে না।
আবার কোনও কোনও মুসলিম নেতা মনে করছেন, যোগ ব্যায়ামকে নেহাত ব্যায়াম হিসেবে দেখতে কোনও সমস্যা নেই। কাজেই তাঁরা ২১ জুনের অনুষ্ঠানে অংশ নেবেন। বিতর্ক চলছেই।
এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে প্রতিবেদক গৌতম গুপ্ত।
Your browser doesn’t support HTML5