ইয়েমেনী প্রেসিডেণ্টের অনুগত বাহিনী শিয়া হাউথি বিদ্রোহীদের হঠিয়ে দিয়েছে

সোমবার মিলিশিয়া এবং নিরাপত্তা বাহিনীর তরফ থেকে বলা হয়েছে, ইয়েমেনী প্রেসিডেণ্ট আব্দ-রাব্বু মানসুর হাদীর অনুগত সেনাদের সঙ্গে শিয়া হাউথি বিদ্রোহীদের লড়াই হয়েছে এবং তারা বিদোহীদের হঠিয়ে দিয়েছে।

নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, বিদ্রোহীরা দক্ষিণে হাজার হাজার সেনা মোতায়েন করে এবং সোমবার ভোরবেলা পর্যন্ত স্থানীয় সুন্নী উপজাতির বিরুদ্ধে লড়াই চালিয়ে আদেনের দিকে অগ্রসর হয়। গত মাসে রাজধানী সানা ত্যাগের পর মিঃ হাদী আদেনে আশ্রয় নিয়েছেন।

ওদিকে সোমবার, ইয়েমেনের নতুন পররাষ্ট্র মন্ত্রী রিয়াদ ইয়াসিন, গালফ কো-অপারেশন কাউন্সিলকে বলেছেন, যাতে হাউথি মিলিশিয়াদের মোলাবিলায় ইয়েমেনে সৈন্য পাঠানো হয়।