জাতিসংঘের মধ্যস্ততায় ইয়েমেনের রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে যে আলোচনা হওয়ার কথা তা সোমবার আবারও শুরু হয়েছে।
যদিও আলোচনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে দুটি দল বেড়িয়ে যায়। সানার হোটেলে অনুষ্ঠিত ঐ আলোচনা থেকে বেড়িয়ে যায় ইসলাহ ও নাসেরিস্ট দল। তারা দাবী করছে, হুথি প্রতিনিধি মেহদি-আল-মেশাত তাদের হুমকি দিয়েছে।
জাতিসংঘের প্রতিনিধি জামাল বেনোমার আবারও আলোচনা শুরু করেছেন। বৃহস্পতিবার ঐ আলোচনা ভেস্তে যায়। তিনি রোববার বলেছেন, বিভিন্ন দল আবারও আলোচনায় বসতে রাজী হয়েছে, যাতে এই সংকট নিরসনে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছুনো যায়।
জাতিসংঘের মহাসচিব বান-কি মুন বলেছেন, পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। হুথিরা ক্ষমতার দখল নিয়েছে এবং ক্ষমতার কেন্দ্রে একটি শূণ্যতা সৃষ্টি হয়েছে। আবারো প্রেসিডেণ্ট হাদির গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।
শুক্রবার হুথি যোদ্ধারা সংসদ ভেঙ্গে দেয়। এবং একটি অন্তর্বর্তী সরকার তৈরি করে।