ইয়েমেনের সর্বত্র প্রতিদ্বন্দী দলগুলোর সমাবেশ হচ্ছে। প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর সমর্থকরা তাঁর সুস্থ হয়ে উঠার খবরে উল্লাস প্রকাশ করছে আর বিরোধীরা তাঁকে বাদ দিয়ে সরকার গঠনের আহ্বান জানাচ্ছে।
সৌদী আরব থেকে যে খবর পাওয়া গেছে যে প্রেসিডেন্টকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার থেকে সরিয়ে নেওয়া হয়েছে তাতে মি সালেহর অনুগতরা আনন্দিত। প্রতিবেশী দেশে তিনি আরোগ্য লাভ করছেন। এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট প্রাসাদে এক আক্রমণে তিনি আহত হন। ইতিমধ্যে সরকার বিরোধী প্রতিবাদকারীরা ভাইস প্রেসিডেন্ট আব্দ আলরাব মনসুর হাদিকে চাপ দিচ্ছে মি সালেহর অনুপস্থিতিতে অন্তরবর্তি সরকারি পরিষদ গঠনের জন্য।