সংবিধান সংশোধন করার প্রতিশ্রুতির মধ্য দিয়ে ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ রাব্বুহ হৌতি বিদ্রোহীদের সঙ্গে সমঝোতার করেছেন যারা প্রেসিডেন্টর বাসভবন দখল করে নিয়েছে।
বিদ্রেহিীরা তা মেনে নিয়েছে এবং বাড়ী দখলমুকক্ত করা ও শনিবার আটক করা শীর্ষ কর্মকর্তাদেরকে মুক্ত করার ব্যপারে রাজী হয়েছে।
রাজধানী সানায় ৩ দিন ধরে চলমান সহিংসতার পর পরিস্থিতি কিছুটা ভালো এখন।