চীনের প্রেসিডেন্ট শি জিন পিং, রবিবার নব-নির্বাচিত তাইওয়ানের প্রধান বিরোধী দলের নেতাকে অভিনন্দন জানিয়ে লিখেছেন যে, তাইওয়ান পরিস্থিতি জটিল ও ভয়াবহI তাইওয়ানের নতুন বিরোধী নেতা বেইজিংয়ের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার প্রত্যয় ব্যক্ত করেছেনI
তাইওয়ানের কুমিংটাং (KMT) তাইপেই সিটির প্রাক্তন মেয়র, এরিক চু কে তাদের নেতা হিসাবে মনোনীত করে, যিনি জানান যে তিনি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সঙ্গে থেমে থাকা উচ্চ পর্যায়ের আলোচনা পুনরায় শুরু করবেনI
চীন, তাইওয়ানকে নিজের এলাকা বলে দাবি করে থাকেI সেই লক্ষ্যে তারা চীনের সার্বভৌমত্ব স্বীকার করতে গণতান্ত্রিকভাবে পরিচালিত দ্বীপটিকে বাধ্য করতে সামরিক ও রাজনৈতিক চাপ জোরদার করেছেI তাইওয়ানের জনগণ যদিও বেইজিং পরিচালিত হবার ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছেন নাI
শি'র চিঠিতে, KMT যার প্রতিলিপি প্রকাশ করেছে, শি জানান তাইওয়ানের স্বাধীনতার বিরুদ্ধে যৌথ বিরোধিতার আলোকে দুটি পক্ষের "অর্থবহ আদান-প্রদান" হয়েছে I
শি,যিনি একাধারে চীনের কমিউনিস্ট পার্টির প্রধান, তাঁর চিঠিতে লিখেছেন, "এই মুহূর্তে তাইওয়ানের পরিস্থিতি জটিল ও উদ্বেগজনকI চীনকে দেশের সকল পুত্র ও কন্যাদের এক হৃদয় নিয়ে একত্রে এগিয়ে যেতে হবে"I
তিনি আশা ব্যক্ত করেন যে, দুটি দল তাইওয়ান প্রণালীতে শান্তির লক্ষ্যে একত্রে সহযোগিতা করে যাবে, যাতে করে পুনর্মিলন ও পুনরুজ্জীবন অর্জিত হয়I
এরিক চু ২০১৬ সালের প্রেসিডেনশিয়াল নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট, ছাই ইং ওয়েন'র কাছে চরমভাবে পরাজিত হনI প্রেসিডেন্ট শি'র চিঠির উত্তরে তিনি লিখেছেন, "তাইওয়ান প্রণালীর উভয় পার্শ্বের জনগণ "হলুদ সম্রাটের সন্তান" ; অন্য অর্থে, যারা সবাই হান বংশোদ্ভূত চীনের জনগণ"I
এরিক চু প্রেসিডেন্ট ছাই'র ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির সমালোচনা করে বলেছেন যে তাঁর চীনের বিরোধিতাকারী নীতির জন্য বেইজিংয়ের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
চু, যিনি প্রেসিডেন্ট শি'র সঙ্গে ২০১৫ সালের সাক্ষাৎ করেছিলেন, বলেন, তিনি দুই পক্ষের মধ্যে মিল খুঁজে পেতে চান, যেখানে মতভেদের প্রতি শ্রদ্ধা থাকবে, যেখানে থাকবে মিলিত আস্থা ও সৌহার্দ্য, যেখানে আদান-প্রদান ও সহযোগিতা বলীয়ান হবে, যা, তাইওয়ান প্রণালীর এপার ওপারের সম্পর্কের ক্ষেত্রে অব্যাহত শান্তিপূর্ণ উন্নয়নে অবদান রাখবেI