পদদলনের ঘটনায় অধ্যাপক এবং গবেষক ড. আবদুল্লাহ জাহাঙ্গীরের মন্তব্য

ময়মনসিংহ শহরের একটি অপ্রশস্থ গলিতে জর্দা এবং তামাক তৈরির প্রতিষ্ঠান নূরানী জর্দা কোম্পানীর নিজস্ব ভবন। কাকভোরে যাকাতের কাপড় আনতে দরিদ্র অসংখ্য নারী সেখানে জড়ো হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভিড় বাড়তে থাকে। জেলা পুলিশ সুপার মইনুল হক জানান, যাকাত দেয়া সম্পর্কে পুলিশকে আগাম কিছু জানানো হয়নি। তাছাড়া খুব ভোরে ঘটনা ঘটায় তারা জানতেও পারেননি। পদদলনের ঘটনায় বেচে যাওয়া ও কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং এ বিষয়ে অনুসন্ধান করেছেন এমন স্থানীয় সাংবাদিক শেখ মহিউদ্দিনের বিবরণ রয়েছে রিপোর্টে। এদিকে কুষ্টিয়ার স্থানীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষক ড. আবদুল্লাহ জাহাঙ্গীর বলেন, এভাবে যাকাত দেয়া ইসলাম বিরুদ্ধ।...ঢাকা থেকে আমীর খসরু

Your browser doesn’t support HTML5

পদদলনের ঘটনায় অধ্যাপক এবং গবেষক ড. আবদুল্লাহ জাহাঙ্গীরের মন্তব্য