প্রিন্স ফিলিপের প্রতি বিশ্ব নেতা ও সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জ্ঞাপন

প্রিন্স ফিলিপ শুক্রবার ভোরে শেষ নিঃশাস ত্যাগ করেনI বাকিংহ্যাম প্যালেসের ফটকে লেখা ছিল "আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, মাননীয়া রানী এলিজাবেথ তাঁর অত্যন্ত ভালোবাসার স্বামী, মহামান্য প্রিন্স ফিলিপ, ডিউক অব এডিনবরা'র মৃত্যুর কথা ঘোষণা করছেন"I

ঘোষণা দেবার কয়েক ঘন্টার মধ্যেই প্যালেসে ফুলের তোড়া আসতে শুরু করেI

প্রধানমন্ত্রী বরিস জনসন তাঁর মৃত্যুতে শোক বার্তায় বলেন, প্রিন্স ফিলিপ বিশ্বজোড়া এবং কমনওয়েলথ দেশভুক্ত জনগণের কাছে ছিলেন এক ভালোবাসার প্রিয়পাত্র, যিনি দীর্ঘ সময় ধরে রানী এলিজাবেথের প্রতি সার্বক্ষনিক নজর রাখতেনI ১শতম জন্মবার্ষিকীর ঠিক ২ মাস আগে তাঁর মৃত্যু হোলI