বিশ্বনেতৃবর্গ জোহানেসবার্গে উপস্থিতঃ মহান নেতার প্রতি শ্রদ্ধা জানাতে


বিশ্বনেতৃবর্গ মঙ্গলবার নেলসান ম্যান্ডেলার স্মরণসভা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার গিয়ে পৌঁছাচ্ছেন। বর্ণবৈষম্যবাদ বিরোধী নেতা গত সপ্তাহে ৯৫ বছর বয়সে মারা যান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার ভোরে ওয়াশিংটন ত্যাগ করেন। তার সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাবলিউ বুস ও তার স্ত্রী লরা। সাবেক দুই প্রেসিডেন্ট বিল ক্লিন্টান ও জিমি কার্টার পৃথক ভাবে জোহ্যানেসবার্গ যান । ২০১০ সালে বিশ্বকাপ ফুটবল যে ষ্টেডিয়ামে হয়েছিল সেই সকার সিটি স্টেডিয়ামে মূল স্মরণ সভা অনুষ্ঠিত হচ্ছে।

দক্ষিণ আফ্রিকা জানিয়েছে যে মিঃ মেন্ডেলার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সারা বিশ্বের ৮০ জনেরও বেশী রাষ্ট্র প্রধান, রাজপরিবারের সদস্য এবং উর্দ্ধোতন সরকারী কর্মকর্তারা স্মরণ সভায় যোগ দিচ্ছেন। আনুষ্ঠানিক শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে জোহানেসবার্গে, স্থানীয় সময় দুপুর এগারোটায় ।