খেলাধূলোর অনুষ্ঠানে আজকের আলোচ্য বিষয় --দক্ষিণ আফ্রিকায় বর্তমানে অনুষ্ঠানরত বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা। আজ মোট তিনটি খেলার মধ্যে দুটি খেলা এরই মধ্যে শেষ হয়েছে। দক্ষিণ আফ্রিকার পোলোকওয়ানেতে অনুষ্ঠিত প্রথম খেলায় স্লোভেনিয়া, আলজিরিয়াকে ১:০ গোলে পরাজিত করেছে। খেলার ৭৯ মিনিটের সময়ে রবার্ট কোরেন এই বিজয় সূচক গোলটি করেন।
টেলিফোনে সরাসরি জোহানেসবার্গ থেকে যোগ দিয়েছেন সৌখিন ক্রীড়া বিশ্লেষক রোমান আবদুর রহমান। আলজিরিয়ার গেজ্জাল লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। অনেকেই বলছেন গেজ্জালের রেড কার্ড পাওয়াটা যথার্থ ছিল না। সে বিষয়ে এবং ঘানা ও সার্বিয়ার মধ্যে দ্বিতীয় যে খেলাটি অনুষ্ঠিত হলো তাতে ঘানা একটি পেনাল্টি শটে এক গোলে এগিয়ে যায় – সে সম্পর্কে রোমান আব্দুর রহমান মন্তব্য করেন।
ওদিকে গতকাল যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড ১-১ গোলে ড্র করেছে। সে সম্পর্কে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী টেলিফোনে আমাদের বিস্তারিত জানিয়েছেন।