দক্ষিণ আফ্রিকায় বিশ্ব কাপ ফুটবলের আজ দ্বিতীয় দিনের খেলা

আজ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হ’চ্ছে বিশ্ব কাপ ফুটবলের দ্বিতীয় দিনের খেলা।

আজ শনিবার, পোর্ট এলিযাবেথে অনুষ্ঠিত প্রথম খেলায় দক্ষিণ কোরিয়া, গ্রীসকে হারিয়েছে দু’ শুন্য গোলে। দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হ’লো জোহানেসবার্গে, নাইজিরিয়া ও আর্জেন্টিনার মধ্যে ।

ইতোমধ্যেই দু’বারের বিশ্ব কাপ চাম্পিয়ান আর্জেন্টিনা, নাইজিরিয়াকে প্রবল প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলায় ১-শুন্য গোলে পরাজিত ক’রলো। গোল ক’রেছেন গ্যাব্রিয়াল হাইনযে। শনিবারের তৃতীয় খেলা হবে ইংল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের।

বিশ্ব কাপ খেলা নিয়ে জোহানেসবার্গে অবস্থানরত শৌখিন ক্রীড়া বিশ্লেষক রোমান আব্দুর রহমানের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা ব’লছেন সরকার কবীরূদ্দীন।