বিশ্ব ব্যাঙ্ক কর্মকর্তারা বিদায়ি প্রেসিডেণ্ট রবার্ট যেলিকের যায়গায় কাকে বসানো হবে সে কথাটা মাথায় রেখেই নতুন এক প্রেসিডেণ্টের খোঁজে সন্ধান কাজ লাগাতার চালিয়ে যাচ্ছেন । বিশ্বজনিন এই ঋনদানসংস্থায় এ ঋনদান সংস্থার প্রধানের পদের জন্যে প্রার্থি বাছাই করা হবে সবচেয়ে যোগ্য ব্যক্তিকেই – বলেছেন এ সংস্থার নির্বাহি পরিচালক হেকিনাস মানাওয়ের পক্ষ থেকে ।
হেকিনাস মানাও স্বীকার করেন – সব সময়ই যে এই পদের জন্যে কোনো এ্যামেরিকানকেই বেছে নেওয়া হয় , অনেকেই তাতে ক্ষুদ্ধ কিছুটা । তবে ভয়েস অফ এ্যামেরিকার ইন্দোনেশিয়া বিভাগকে হেকিনাস মানাও জানান – ব্যাঙ্ক কিন্তু এ পদের জন্যে সবচেয়ে যোগ্য ব্যক্তিকেই বেছে নিতে চায় ।
এই যে বিশ্ব ব্যাপি পরিবর্তন সাধিত হয়েছে – হচ্ছে , অর্থনীতিতে রদবদল ঘটেছে – ঘটছে , একথা মাথায় রেখেই যোগ্য প্রতিভাবান ব্যক্তিকে বেছে নেবার উপযোগি উন্মুক্ততা – স্বচ্ছতা অবলম্বনের প্রয়োজন রয়েছে বলে বিশেষজ্ঞ-বিশ্লেষকরা মত প্রকাশ করছেন ।