নারীরা পুরুষদের তুলনায় আত্মহত্যা করেন বেশী

আত্মহত্যা কারা করেন? যারা কাপুরুষ? জীবন যুদ্ধে সহজে হার মেনে নেন তারা? কিন্তু ঐ মানুষগুলো কোন পরিস্থিতিতে এত বড় সিদ্ধান্ত নিয়ে থাকেন তা কি আমরা কখনো ভেবে দেখেছি? পরিসংখ্যান বলছে নারীরা পুরুষদের তুলনায় আত্মহত্যা করেন বেশী। এর কারণ তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে সমাজ। কিন্তু এই সমাজের মানুষগুলো ঐ নারীদের বিরুদ্ধে কথা না বলে তাদের দিকে একটু সহায়তার হাত বাড়িয়ে দিলে একটি জীবন বেঁচে যায়।

সেপ্টেম্বর মাসকে জাতীয় আত্মহত্যা প্রতিরোধ মাস হিসেভে বিবেচনা করা হয়। অনেকের মতে এটির কোন নির্দিষ্ট দিন অথবা মাস থাকা উচিত নয়। সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিদিন এই বিষয়ে কথা বলা প্রয়োজন। নজর রাখা উচিত সে সব সদস্য, বন্ধু, সহকর্মীদের ওপর যারা বিষণ্ণতায় ভুগছেন। যারা আত্মহননের কথাবার্তা বলছেন। এই মানুষগুলোর সঙ্গে কিছু সময় কাটালে তাদের ঐ মুহূর্তে থেকে একটি সুন্দর জীবনের দিকে নিয়ে যাওয়া সম্ভব।

এই মহামারীর সময়ে নানা সমস্যার কারণে পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিচ্ছে টানাপড়েন। সম্পর্কের এই টানাপড়েন, অর্থ কষ্ট, সমাজে কষ্টার্জিত স্থান হারানোর ভয়ে অনেকে বিষণ্ণতায় ভুগছেন। আত্মহননের পথ বেছে নিচ্ছেন। কিন্তু কোনোভাবে একটু মানসিক সহায়তা পেলে এই মানুষগুলোকে বাঁচানো সম্ভব।

পশ্চিমবঙ্গের মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ অনন্যা সেনগুপ্ত বলছিলেন, মানুষ শুধু বিষণ্ণতায় আত্মহত্যা করেন তা নয়। আরও অনেক কারণে করে থাকেন। বলছিলেন এই ধরণের মানুষের কিছু আচরণ বলে দেয় তাদের সাহায্যের প্রয়োজন রয়েছে।

আজকের নারীকণ্ঠে জানতে পারবেন ডাঃ অনন্যা সেনগুপ্ত আত্মহত্যা নিয়ে কি বলছেন এবং কিভাবে প্রতিরোধ করা সম্ভব।

Your browser doesn’t support HTML5

নারীরা পুরুষদের তুলনায় আত্মহত্যা করেন বেশী