আন্তর্জাতিক নারী দিবস আজ, সমতার বিশ্ব গড়ার প্রত্যয়

Women's Day

আন্তর্জাতিক নারী দিবসে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে পৃথিবীর সকল নারীদের শুভেচ্ছা অফুরান।   

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। নারীর সম-অধিকার প্রতিষ্ঠায় ১৯১৪ সাল থেকে বিভিন্ন দেশ দিবসটি পালন করে আসছে। বরাবরের মতো এবারও বাংলাদেশ, ভারতসহ বিশ্বের অন্যান্য দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হবে। এবছর নারী দিবসের প্রতিপাদ্য- ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’।

জাতিসংঘ ১৯৭৫ সালে আন্তর্জাতিক নারীবর্ষে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা শুরু করে। এর দুই বছর পর ১৯৭৭ সালে জাতিসংঘ দিনটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

নারী দিবস হচ্ছে- জাতিগত, গোষ্ঠীগত, ভাষাগত, সাংস্কৃতিক, অর্থনৈতিক কিংবা রাজনৈতিক সব ক্ষেত্রে বৈষম্যহীনভাবে নারীর অর্জনকে মর্যাদা দেয়ার দিন। এদিনে নারীরা তাদের অধিকার আদায়ের জন্য দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে স্বরণ করে এবং ভবিষ্যতের পথ পরিক্রমা নির্ধারণ করে, যাতে আগামী দিনগুলো নারীর জন্য আরও গৌরবময় হয়ে ওঠে।

আন্তর্জাতিক নারী দিবসে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে পৃথিবীর সকল নারীদের শুভেচ্ছা অফুরান।