ভারতে বাণিজ্যিক পাইলটদের বড়জোর ২ থেকে ৩ শতাংশ মহিলা

আন্তর্জাতিক হিসেব অনুসারে বাণিজ্যিক পাইলটদের বড়জোর ২ থেকে ৩ শতাংশ মহিলা। অথচ, ভারতের ১১.৬% পাইলটই মহিলা। ভারতে সামগ্রিক কর্মজগতের অন্যত্র কিন্তু মহিলাদের এত বিপুল সংখ্যক উপস্থিতি চোখে পড়ে না। জেট এয়ারওয়েজ বিমান সংস্থায় ১৯৪ জন মহিলা পাইলট। ইন্ডিগো সংস্থায় ১১% মহিলা পাইলট। এয়ার ইন্ডিয়ায় ১৭১ জন মহিলা পাইলট। গত ৫ বছরে যে ৪,২৬৭টি বাণিজ্যিক পাইলটের লাইসেন্স বেরিয়েছে, তার মধ্যে ১৫% পেয়েছেন মহিলারা। বিমান উড়ানের ক্ষেত্রে এত বিপুল সংস্থায় মহিলাদের উপস্থিতির রহস্য কি? একটি ব্যাখ্যা হল, পাইলটদের যে প্রায়শই কাজের সুবাদে বাড়ির বাইরে টানা কয়েক দিন অন্য শহরে যেতে হয়, ভারতে যৌথ পরিবারের সুবাদে মহিলা পাইলটরা নিশ্চিন্তে সংসার ফেলে রেখে অন্য শহরে উড়ে যেতে পারেন। হয়তো আরও ব্যাখ্যা থাকতে পারে। কিন্তু এত মহিলা পাইলটের উপস্থিতি নিশ্চিত ভাবে বিস্ময়কর।

Your browser doesn’t support HTML5

PILOT