নিউইয়র্ক শহরের একটি এ্যাপার্টমেন্টে বিস্ফোরণে ২ নারী নিহত

নিউইয়র্ক শহরের একটি এ্যাপার্টমেন্টে বিস্ফোরণে ২ নারী নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জনেরও বেশী মানুষ। সিটি মেয়র ডি ব্লাসিও বলেছেন বুধবার ঐ দুর্ঘটনার পর থেকে বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছে।

ম্যানহাটেন শহরের হার্লেম এলাকায় এক বাড়ীর বাসিন্দা তার বাড়ী থেকে প্রাকৃতিক গ্যাসের গন্ধ বের হচ্ছে এমন সন্দেহ প্রকাশ করার কিছুক্ষনের মধ্যেই বিস্ফোরণটি ঘটে। স্থানীয় ইউটিলিটি সরবরাহকারী প্রতিষ্ঠান কনসোলিডেটেড এডিসন জানায় গ্যাসেন গন্ধ বের হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা সেখানে বিশেষজ্ঞ পাঠায়। কিন্ত সেখানে পৌঁছার আগেই বিস্ফোরণটি ঘটে।