উত্তরপ্রদেশের হাথরসে গণধর্ষিতা ও পরবর্তী পর্যায়ে মৃত্যু হয়ে যাওয়া নির্যাতিতা সম্পর্কে কুরুচিকর এবং অবমাননামূলক মন্তব্যের অভিযোগে স্থানীয় বিজেপি নেতা রঞ্জিত শ্রীবাস্তবকে নোটিস দিয়েছে জাতীয় মহিলা কমিশন। আগামী ২৬ অক্টোবর সকাল ১১টার মধ্যে উপযুক্ত ব্যাখ্যা-সহ রঞ্জিতকে জবাব দিতে বলেছে কমিশন। অভিযোগ, তিনি ১৯ বছরের মেয়েটিকে ‘আওয়ারা’ অর্থাৎ ‘যত্রতত্র ঘুরে বেড়ানো মেয়ে’ বলে কটাক্ষ করেছেন।হাথরস-কাণ্ডের পর অভিযুক্তদের পক্ষে লাগাতার সওয়াল করে চলেছেন স্থানীয় বিজেপি নেতারা। বরাবাঁকির বিজেপি নেতা রঞ্জিত শ্রীবাস্তবের মন্তব্যে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। একটি টেলিভিশন চ্যানেলে তিনি বলেছেন, ’’ওই তরুণীর সঙ্গে অভিযুক্তদের সম্পর্ক ছিল। এখানেই থেমে থাকেননি ওই বিজেপি নেতা। অভিযুক্তদের পক্ষে সওয়াল করে তাদের মুক্তির দাবিও তুলেছেন তিনি। রঞ্জিত শ্রীবাস্তবের এহেন বক্তব্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন আরো বলেছেন ’’উনি কোনও দলেরই নেতা হওয়ার যোগ্য নন।‘‘ এ দিকে প্রশ্ন উঠেছে, গোটা ঘটনা নিয়ে উত্তরপ্রদেশের মহিলা কমিশনের চেয়ারপার্সন বিমলা বাথান কেন চুপ করে রয়েছেন।
Your browser doesn’t support HTML5