যুক্তরাষ্ট্রের যোদ্ধৃ বাহিনীর নেতৃত্বে প্রথম নারী জেনারেল লরি রবিনসন 

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর নারী জেনারেল লরি রবিনসন যিনি প্রথম মহিলা জেনারেল হিসেবে যোদ্ধৃ বাহিনীর নেতৃত্ব দেবেন। শুক্রবার, কলোরাডো রাজ্যে যুক্তরাষ্ট্রের নর্দার্ন কমান্ড এবং নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ডের দায়িত্ব গ্রহণ করেছেন। কলোরাডো রাজ্যের কলোরাডো স্প্রিংসে পিটারসন বিমান ঘাঁটিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি আজ নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে মিস রবিনসন পেক্যাফের কমান্ডার ছিলেন এবং হাওয়াই–এ যৌথ বাহিনীর সামরিক ঘাঁটি পার্ল হার্বারে প্যাসেফিক এয়ার কমবেট অপারেশনের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেছেন।