সবচেয়ে উষ্ণতম বছর হতে যাচ্ছে ২০১৬ সাল: ডব্লিউএমও

জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, ২০১৬ সাল "খুব সম্ভবত" সবচেয়ে উষ্ণতম বছর হতে যাচ্ছে।

ডব্লিউএমও এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবচেয়ে উষ্ণতম বছর ২০১৫ সালকে সম্ভবত অতিক্রম করে যাবে ২০১৬ সাল।

ডব্লিউএমও মহাসচিব Petteri Taalas বলেন, “আরেকটি বছর, আরেকটি রেকর্ড। শক্তিশালী এল নিনো ঘটনা থেকে অতিরিক্ত তাপ এসেছে। বৈশ্বিক তাপমাত্রা অব্যাহত থাকবে।"