২৪টি ইউরোপীয় দেশে প্রত্যাশার চাইতে অনেক বেশি মানুষের মৃত্যু হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে যে গত মার্চ মাস থেকে করোনাভাইরাসে ২৪টি ইউরোপীয় দেশে প্রত্যাশার চাইতে প্রায় এক লক্ষ উনষাট হাজারের ও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা কেটি স্মলউড বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, মৃত্যুর ঐ সংখ্যাটি যদিও সব ধরণের মৃত্যুর তালিকা সংবলিত একটি সংখ্যা, কিন্তু ঐ সময়টিতে ইতালি, ফ্রান্স, স্পেন ও ব্রিটেনের হাসপাতালে কোভিড -১৯-এ অনেক মানুষ মারা যায়। স্মলউড বলেন যে একটি ভাল ইঙ্গিত এই সময়কালে উল্লেখযোগ্যভাবে উচ্চতর মৃতের সংখ্যা কোভিড -19 এর সঙ্গে যুক্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপের আঞ্চলিক পরিচালক হান্স ক্লুগে বলেন, এখন বিশ লক্ষের ও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। গত দুই সপ্তাহ ধরে ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রাশিয়া, তুরস্ক, বেলারুশ এবং ব্রিটেনে নতুন সংক্রমণের তালিকাতে শীর্ষে রয়েছে। মহামারি শুরু হওয়ার পর কোভিড -১৯ এ ইউরোপে এক লক্ষ পঁচাত্তর হাজারের ও বেশি মানুষ মারা গেছে।