কভিড ১৯ ‘এর সংক্রমণ সংখ্যা কমছে, তবে বিভিন্ন প্রকরণ সম্পর্কে সতর্কীকরন

গোটা যুক্তরাষ্ট্র জুড়ে করোনাভাইনাসে সংক্রমণ এবং হাসপাতালে ভর্তি হার যদিও কমে গেছে তবু্ও মঙ্গলবার হোয়াইট হাউজের কভিড ১৯ রিসপন্স টিম মঙ্গলবার বলেন যে ঐ ভাইরাসের ডেল্টা প্রকরণ এখনও হুমকি হয়ে রয়েছে , বিশেষত তরুণদের জন্য। এই রিসপন্স টিমের নিয়মিত সংবাদ অবহিতকরণে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালিকা  রোশেল ওয়ালেস্কী সংবাদদাতাদের বলেন গত সপ্তায় সর্বসাম্প্রতিক প্রাত্যহিক হার ৩০% কমে এখন দাঁড়িয়েছে ১৩,২৭৭ এ । এ বছরের শুরুর তূলনায় এই সংখ্যা কমেছে ৯০%

গোটা যুক্তরাষ্ট্র জুড়ে করোনাভাইনাসে সংক্রমণ এবং হাসপাতালে ভর্তি হার যদিও কমে গেছে তবু্ও মঙ্গলবার হোয়াইট হাউজের কভিড ১৯ রিসপন্স টিম মঙ্গলবার বলেন যে ঐ ভাইরাসের ডেল্টা প্রকরণ এখনও হুমকি হয়ে রয়েছে , বিশেষত তরুণদের জন্য। এই রিসপন্স টিমের নিয়মিত সংবাদ অবহিতকরণে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালিকা রোশেল ওয়ালেস্কী সংবাদদাতাদের বলেন গত সপ্তায় সর্বসাম্প্রতিক প্রাত্যহিক হার ৩০% কমে এখন দাঁড়িয়েছে ১৩,২৭৭ এ । এ বছরের শুরুর তূলনায় এই সংখ্যা কমেছে ৯০% ।

তিনি বলেন গত বছরের মার্চ থেকে এ ছিল সর্বনিম্ন দৈনিক গড় সংখ্যা। তিনি বলেন হাসপাতালে ভর্তির হারও এ সপ্তায় কমে গেছে এবং এ বছরের শুরুর তূলনায় এ সংখ্যা কমেছে ৮৩% । তিনি বলেন এই সংখ্যা হ্রাসের কারণ হচ্ছে লোকজন টিকা নিচ্ছে এবং মঙ্গলবার প্রকাশিত সিডিসি’র নতুন গবেষণায় টিকার কার্যকারিতার বিষয়টিও তিনি তুলে ধরেন।

এই মহামারি বিষয়ক হোয়াইট হাউজের শীর্ষ উপদেষ্টা ড অ্যান্টনি ফাউচি বলেন যে এই ভাইরাসের বিভিন্ন প্রকরণ হুমকি হয়ে দাঁড়িয়েছে বিশেষত ডেল্টা ভ্যারিয়েন্ট বলে পরিচিত প্রকরণটি যা গোড়াতে ভারতে চিহ্নিত হয়। ফাউচি বলেন এই প্রকরণটি ব্রিটেনে প্রাধান্য বিস্তার করছে বিশেষত তরুণদের মধ্যে। তিনি বলেন যুক্তরাষ্ট্রে এই প্রকরণে বর্তমানে সংক্রমিত হচ্ছে অল্প বয়সীরা এবং তিনি যুক্তরাষ্ট্রে এই তরুণ প্রজন্মকে টীকা গ্রহণের পরামর্শ দিচ্ছেন যাতে ব্রিটেনের মতো ঘটনা না ঘটে।