আজ বৃহস্পতিবার অস্ট্রিয়ায় একটি ট্রাকের ভেতরে ৫০ জন শরনার্থীকে মৃত অবস্থায় পাওয়া যায়।
অস্ট্রিয়ার একজন কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন যে পানডর্ফ শহরের কাছে একটি মহাসড়কে ঐ ট্র্যাক্টার ট্রেইলারটি পাওয়া যায় তবে ঠিক ক জন ঐ ট্রাকটির মধ্যে ছিল সেই সংখ্যা তিনি জানাতে পারেননি। বলা হচ্ছে যে এরা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে।
ও দিকে পশ্চিমি বলকান নেতারা , ইউরোপে দেশান্তরী লোকজন নিয়ে সংকট মোচনের উপায় নিরুপণের জন্য ভিয়েনা বৈঠক করেছেন।নেতাদের মধ্যে জার্মান চান্সালার আঙ্গেলা মার্কেল যোগ দিয়েছেন ।
মিজ মার্কেল বলেন যে এই মারাত্মক ঘটনা ইউরোপের জন্য একটি সতর্ক বার্তা যে দেশান্তরী মানুষদের এই সঙ্কট নিয়ন্ত্রণে এনে , একত্রিত হয়ে এই সমস্যার সমাধান করতে হবে।
সাম্প্রতিক মাসগুলোতে যে সব হাজার হাজার অভিবাসন ইচ্ছুক মানুষ ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে পৌঁছুনোর চেষ্টা করছে তারা প্রধানত সার্বিয়া ও মেসিডোনিয়া হয়েই সেখানে যাচ্ছে।