পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের গ্রামে ঢুকে বৈঠক করেছেন মাওবাদী নেতা-নেত্রীরা

গত তিন সপ্তাহের মধ্যে দু’বার পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের গ্রামে ঢুকে বৈঠক করেছেন মাওবাদী নেতা-নেত্রীরা। পূর্ব পরিকল্পনামাফিক গতকাল ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসের মধ্য রাতে কয়েকটি গ্রামে কালো পতাকা উত্তোলন করার ফতোয়া দেওয়া হয়। গতকাল স্বাধীনতা দিবসের সকালে একাধিক জায়গায় দেখা যায় মাওবাদীদের পোস্টার। যা থেকে প্রশ্ন উঠছে, ২০১১ থেকে ২০২০, ন’বছরের ব্যবধানে ফের কি জঙ্গলমহলে জমি ফিরে পাচ্ছে লাল গেরিলারা? গতকাল শনিবার সকালে বেশ কয়েক বছর বাদে জঙ্গলমহলের মানুষ ঘুম থেকে উঠে রাস্তার ধারে দেওয়ালে দেখলেন সিপিআই (মাওবাদী) নামাঙ্কিত পোস্টার। রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার বেলপাহাড়ি থানা এলাকার ভুলাভেদা বাজার এবং দোমোহানি বাসস্ট্যান্ডে প্রায় পঁচিশটি পোস্টার দেওয়ালে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পোস্টারের বয়ান তাঁদের কাছে খুব চেনা। সাদা কাগজে লাল কালিতে হাতে লেখা পোস্টারে স্বাধীনতা দিবসকে ‘কালা দিবস’ হিসাবে পালন করার ডাক দিয়েছে মাওবাদী সংগঠন।

Your browser doesn’t support HTML5

পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের গ্রামে ঢুকে বৈঠক করেছেন মাওবাদী নেতা-নেত্রীরা