পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার সুশান্তরঞ্জন উপাধ্যায় পদত্যাগ করছেন

রাজ্য নির্বাচন কমিশনার সুশান্ত রঞ্চন উপাধ্যায় পদত্যাগ করছেন। তিনি মঙ্গলবার রাজ্যপাল কিশোনিনাথ ত্রিপাঠীর কাছে গিয়ে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে আসেন।

বৃহস্পতিবার রাজ্যের তিন পৌরসভার কয়েকটি বুথে পুন: র্নিবাচন হবার কথা এবং শুক্রবার সমগ্র আসনে ভোট গননা। এই অবস্থায় নির্বাচন কমিশনার পদত্যাগ করে চলে গেলে সাংবিধানিক সংকট তৈরী হতে পারে। যা পুন নির্বাচন নিয়েও নতুন এক জটিলতার তৈরী করলো। কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।

Your browser doesn’t support HTML5

ec-cul