বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ সম্পর্কে রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ সম্পর্কে তার বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে বাংলাদেশের পরিস্থিতি আলোচনা করে বলা হয়, ২০১৭ সালের মার্চ মাসে সে দেশে তিনটি সন্ত্রাসী আক্রমণ ঘটেছে এবং তারপর থেকে দেশের নিরাপত্তা বাহিনী বেশ কয়েকটি সন্ত্রাসী ষড়যন্ত্র নস্যাৎ করেছে। সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের Zero Tolerance নীতি কঠোরভাবে অনুসরণের কথাও উল্লেখ করা হয়।

রিপোর্টে বলা হয়, বাংলাদেশ সন্ত্রাসবিরোধী সকল অভিযান ও কর্মসুচীতে যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সমাজের সঙ্গে সুষ্ঠুভাবে অংশ নিয়ে চলেছে এবং সহযোগিতা করছে।

এ বিষয়ে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াৎ হোসেনের সঙ্গে আলোচনা করেছেন রোকেয়া হায়দার।

Your browser doesn’t support HTML5

বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ সম্পর্কে রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র