বাংলাদেশের চলচ্চিত্র ও টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা বুলবুল আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি বেশ কয়েকবছর ধরে হৃদরোগ ও ডায়বেটিসে ভুগছিলেন।
আহসানুল হক সহকর্মী দিলারা হাশেমের সাথে কথা বলেছেন বুলবুল আহমেদের কাজ সম্পর্কে।
সত্তর ও আশির দশকে সূর্যকন্যা, সীমানা পেরিয়ে, দেবদাস ও মহানায়ক ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে সবার মনোযোগ কাড়েন বুলবুল আহমেদ।
অভিনয় জীবনে বুলবুল আহমেদ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন ধারাবাহিক এইসব দিনরাত্রি দর্শকের কাছে তাকে আরও পরিচিত করে তোলে।
বুলবুল আহমেদ ১৯৭৩ সালে চলচ্চিত্রে কাজ শুরু করেন 'ইয়ে করে বিয়ে' ছবিটির মধ্য দিয়ে। এ ছবিতে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও, পরবর্তীতে তার প্রযোজিত প্রথম ছবি 'জীবন নিয়ে জুয়া'র কেন্দ্রীয় চরিত্রটিতে অভিনয় করেছিলেন এই শিল্পী।
অভিনয় এর পাশাপাশি বুলবুল আহমেদ ৪টি ছবিও পরিচালনা করেছেন। তার পরিচালিত ছবিগুলো হলো 'রাজলক্ষী শ্রীকান্ত, 'আর্কষণ', 'গরম হাওয়া' এবং 'কত যে আপন'।
চলচ্চিত্রে অভিনয়ের পাশপাশি তিনি টিভি নাটকেও অভিনয় করেছেন। তার অভিনীত নাটকগুলোর মধ্যে অন্যতম হলো- ইডিয়ট, ধারাবাহিক নাটক 'এই সব দিনরাত্রি'।