ভয়েস অফ এ্যামেরিকার কলকাতা সংবাদদাতাদের রিপোর্ট

পশ্চিম বঙ্গের নদিয়া জেলার রাণাঘাট এলাকার একটি কনভেন্ট স্কুলের চুয়াত্তর বছর বয়সি এক সন্নাসিনীকে শনিবার দুস্কৃতিরা ধর্ষন করে ও কয়কে লক্ষ টাকা লুঠ করে চম্পট দেয়, সে ঘটনায় অপরাধিরা কেউ ধরা পড়েনি-কিন্তু ঐ ধর্ষনের ঘটনার প্রতিবাদে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।

Your browser doesn’t support HTML5

gupta

ভারতে পণের দাবীতে নির্যাতন বন্ধের ফৌজদারী আইনে পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার তবে সুপ্রীম কোর্টের বিচারপতি এই সিদ্ধান্ত সমর্থন করেন না। এ প্রসঙ্গে বিস্তারিত রিপোর্টি শুনুন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশীষ ঘোষ রায়ের কাছে।

Your browser doesn’t support HTML5

pgr dowry

বিশ্ব স্বাস্থ সংস্থার এক রিপোর্টে বলা হয়েছে ভারতে চিকিত্সকের সংখ্যা রোগাক্রান্তের সংখ্যার তুলনায় আনুপাতিক হারে অনেক কম- জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়।

Your browser doesn’t support HTML5

pgr physician