পশ্চিম বঙ্গে তৃণমূল কংগ্রেস এবং দেশের বাদবাকি অংশে কংগ্রেসকে যেন ভোট দেন মুসলিম ভোটারেরা,সে বাবদে দিল্লির জা’মে মসজিদের শাহি ঈমামের এই আবেদন নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
সাত এপ্রিল ভারতের সংসদিয় নির্বাচন শুরুর আগে প্রকাশিত,সোস্যাল ডেভেলপমেন্ট ইমপেরেটিভ সংস্থার এক সমিক্ষা রিপোর্টে বলা হয়েছে- সামাজিক উন্নয়নের ক্ষেত্রে গোটা বিশ্বের তুলনায় ভারতের অবস্থান একেবারেই নিচের দিকে।রিপোর্ট পাঠিয়েছেন এর ওপর কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়।
Your browser doesn’t support HTML5
সাত এপ্রিল ভারতের সংসদিয় নির্বাচন শুরুর আগে প্রকাশিত,সোস্যাল ডেভেলপমেন্ট ইমপেরেটিভ সংস্থার এক সমিক্ষা রিপোর্টে বলা হয়েছে- সামাজিক উন্নয়নের ক্ষেত্রে গোটা বিশ্বের তুলনায় ভারতের অবস্থান একেবারেই নিচের দিকে।রিপোর্ট পাঠিয়েছেন এর ওপর কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়।
Your browser doesn’t support HTML5