ভয়েস অফ এ্যামেরিকার ভারতীয় সংবাদদাতাদের রিপোর্ট

ভারতে লোকসভা ভোটের আগে নাশকতার ছক জঙ্গিদের-বেড়েছে নজরদরি-সতর্কতা এলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছ থেকে – এরই ওপর রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়।

Your browser doesn’t support HTML5

pgr


মঙ্গলবার ত্রিপুরার জনসভা দিয়ে ভিন রাজ্যে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলো ত্রিণমূল কংগ্রেস- জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।

Your browser doesn’t support HTML5

gg



ভারতের রাজধানী নতুন দিল্লিতে বায়ু দুষনের মাত্রা এবার শীতকালে সকল রেকর্ড ছাড়িয়ে গিয়েছে।আর তাতে জনসগ্বাস্থ্য,বিশেষ করে শিশু স্বাস্থ্য নিয়ে উদ্বেগে রয়েছেন সবাই।পরিবেশবাদীরা নতুন দিল্লিকে তুলনা করেছেন বেইজিং এবং অন্যান্য বড় বড় দুষন যুক্ত শহরের সঙ্গে।তবে,বলা হচ্ছ চীনের রাজধানীর দুষণ কমাতে যে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে দিল্লির ক্ষেত্রে কিন্তু তেমনটি করা হচ্ছে না। নতুন দিল্লি থেকেই রিপোর্ট পাঠিয়েছেন ভয়েস অফ এ্যামেরিকার সংবাদদাতা আনজানা পাসরীচা- পড়ছেন সেলিম হোসেন।

Your browser doesn’t support HTML5

anjana