দক্ষিণ পশ্চিম পাকিস্তানে ২০জন নিহত

দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে শনিবার শ্রমিকদের একটি ছাউনিতে বন্দুকধারীরা চড়াও হলে ২০ জন প্রাণ হারায়, আহত হয়েছে ৩জন।

কর্তৃপক্ষ বলছে, বালুচিস্তানের দুর্গম এলাকা তুরবাত জেলায় ভোরের আগে ঐ হামলা হয়। হতাহতরা একটি সেতুর নির্মাণকাজে জড়িত ছিল।

সন্দেহ করা হচ্ছে, আদিবাসী বালচ জঙ্গীরা ঐ হামলা চালিয়েছে। বহুদিন ধরেই তারা এই ধরনের হামলা চালাচ্ছে। ঐ প্রদেশের প্রাকৃতিক সম্পদের ওপর তাদের ন্যয্য অধিকার প্রতিষ্ঠার দাবীতে তারা সম্প্রতি অন্যান্য জাতিগোষ্ঠির মানুষ, যারা ঐ অঞ্চলে উন্নয়ন কর্মকান্ডে জড়িত তাদের ওপর হামলা চালাচ্ছে।