ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থিদের মধ্যে তুমুল বিতর্ক

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদপার্থী ডেমক্র্যাট দলীয় টিম কেইন এবং রিপাবলিকান মাইক পেন্স এখন এক বিতর্ক অনুষঠানে অংশ নিয়েছেন। ভাইস প্রেসিডেন্ট পদে ৯০ মিনিট ব্যাপী এই একমাত্র বিতর্কটি অনুষ্ঠিত হচ্ছে ভার্জিনিয়ার ফার্মউইলে । সিবিএস এর সাংবাদিক ইলেইন কুইজানোর সঞ্চালনায় এই বিতর্ক অনুষ্ঠানটি হয়েছে।

বিতর্কের শুরুতেই ডেমক্র্যাট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কেইন ক্লিন্টনের পক্ষ সমর্থন করে বলেন তিনি অন্যদের প্রয়োজনীয়তাকে সবার আগে স্থান দেন কিন্তু ডনাল্ড ট্রাম্প নিজেকই গুরুত্ব দেন সব চেয়ে বেশি। তিনি বলেন ক্লিন্টন যখন পররাষ্ট্র মন্ত্রী হন তখন ও ওসামা বিন লাদেন জীবিত ছিলেন এবং ইরান পারমানবিক অস্ত্র তৈরি করছিল। হিলারি সেই অবস্থাতে ইতিবাচক পরিবর্তন আনেন।

রিপাবলিকান প্রার্থী পেন্স, ট্রাম্পের সমর্থনে বলেন যে ক্লিন্টন ও কেইন উভয়ই ট্রাম্পের বিরুদ্ধে অবমাননামূলক নির্বাচনী প্রচার অভিযান চালাচ্ছেন । তিনি পররাষ্ট্র মন্ত্রী হিসেবে হিলারি ক্লিন্টন ব্যর্থ হয়েছিলেন বলে দাবি করেন। তিনি বলেন মধ্যপ্রাচ্যে , সিরিয়ায় হিলারির পররাষ্ট্র নীতির ব্যর্থতার পরিচয় পাওয়া যায়।