যুক্তরাষ্ট্রে বুধবার প্রাক্তন সৈনিক দিবস উদযাপিত হয়

Obama Veterans

যুক্তরাষ্ট্রের সর্বত্র রেস্তোরা ও দোকানগুলোতে আজ বুধবার, বার্ষিক প্রাক্তন সৈনিক দিবস উপলক্ষে প্রাক্তন সৈনিকদের, বিনা মূল্যে বা কম অর্থে খাবার দাবার বা জিনিষপত্র দেওয়া হবে।

ঐতিহ্য ধারায় প্রেসিডেন্ট বারাক ওবামা আর্লিংটন জাতীয় সমাধী ক্ষেত্রে Tomb of the Unknown Soldierএ পুষ্পার্ঘ অর্পন করেন। পোটম্যাক নদীর পাশে রাজধানীর উল্টো দিকে আর্লিংটন জাতীয় সমাধী ক্ষেত্র অবস্থিত।

প্রাক্তন সৈনিক দিবসে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যারা দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি সম্মান দেখানো হয়। ১৯১৯ সালে, President Woodrow Wilson ১১ই নভেম্বর মাসে যুদ্ধ বিরতি দিবস হিসেবে ঘোষণা করেন। প্রথম বিশ্ব যুদ্ধ অবসানের ঠিক ১ বছর আগে যুদ্ধবিরতি চুক্তি সাক্ষরিত হয়। ১৯৫৪ সালে ১১ই নভেম্বরকে প্রাক্তন সৈনিক দিবস নামকরন করা হয়।