প্রয়াত প্রেসিডেন্ট উগো চাভেযের মরদেহ সামরিক এ্যাকাডেমিতে রাষ্ট্রিয় মর্যাদায় শায়িত রাখা হয়েছে

ভিনেযূয়েলার সদ্য প্রয়াত প্রেসিডেন্ট উগো চাভেযের মরদেহ একটি সামরিক এ্যাকাডেমিতে নিয়ে গিয়ে সেখানে রাষ্ট্রিয় মর্যাদায় শায়িত রাখা হয়েছে । দীর্ঘ দিনের সমাজবাদী এ নেতার মৃত্যুতে শোকার্ত এখন ভিনেযুয়েলার দেশবাসি । দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা গেলেন ভিনেযুয়েলার এ নেতা ক্যারাকাসের সামরিক হাসপাতালে । ওখান থেকে মরদেহ নিয়ে যাবার সময় রাস্তার দু’ধারে জমায়েত শোকার্ত মানুষ তাঁর শববাহি মোটোর যানের গতিপথ পানে শ্রদ্ধাবনত দূষ্টিতে চেয়ে ছিলেন অপলক নেত্রে । মঙ্গলবার মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৫৮ বছর । শুক্রবার অন্তেষ্টি অনুষ্ঠান সম্পন্ন করার দিন ধার্য্য করা হয়েছে । তবে কোথায় তাঁকে সমাহিত করা হবে সেটা কর্মকর্তারা এখনো তা বলেন নি । মঙ্গলবার তাঁর মৃত্যুর কথা ঘোষনা করেন ভাইস প্রেসিডেণ্ট নিকোলাস মাদূরো জাতিয় টেলিভিশনের সম্প্রচারে । পররাষ্ট্রমন্ত্রী এলিয়াস ইয়াহূয়া ৭ দিনের জাতিয় শোক পালনের কথা ঘোষনা করেন ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা একটি বিবৃতিতে বলেছেন – যুক্তরাষ্ট্র ভিনেযুয়েলার গনমানুষের প্রতি সমর্থনের কথা পূনর্ব্যক্ত করছে – এবং গণতন্ত্র ও মানবাধিকারের উত্তরণ ঘটাবে এমনি নীতিভঙ্গির প্রতিই দায়বদ্ধতা বহাল রইবে বলে উল্লেখ করেন তিনি ।