ভারতে করোনা ভাইরাসের প্রতিষেধকের অভাব কয়েক মাস থাকবে-আদার পুনেওয়ালা

ভারতে করোনা ভাইরাসের প্রতিষেধকের অভাব এখনও কয়েক মাস থাকবে। একথা জানিয়েছেন ভারতের তথা পৃথিবীর বৃহত্তম প্রতিষেধক উৎপাদনকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট ইন্ডিয়ার কর্ণধার আদার পুনেওয়ালা। ভারতে তাঁর কোম্পানি কেন চাহিদামতো প্রতিষেধক সরবরাহ করতে পারছে না, সেই জন্য তাঁকে দায়ী করে প্রচুর হুমকি, এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত পেয়েছেন তিনি। এর পর তিনি দেশ ছেড়ে ব্রিটেনে চলে যান। ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি জানান, করোনা ভাইরাসের ভ্যাকসিন এখন মাসে ৭ কোটি ডোজ করে তাঁরা তৈরি করছেন।

Your browser doesn’t support HTML5

ভারতে করোনা ভাইরাসের প্রতিষেধকের অভাব কয়েক মাস থাকবে-আদার পুনেওয়ালা

এটা ১০ কোটি ডোজে তুলতে সময় লাগবে জুলাই মাস পর্যন্ত। পুনেওয়ালা বলেন, ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কাটা এত মারাত্মক হবে এবং এত দ্রুত আসবে, কেউ ভাবতে পারেনি। সকলেই ভেবেছিল, দেশ করোনা ভাইরাসের ঢেউটাকে আটকে তার মুখ কিছুটা ঘুরিয়ে দিতে পেরেছে। কিন্তু সেটা ভুল প্রমাণিত হয়ে গেল। ফলে কেউ তাদের সংস্থাকে আগে থেকে প্রতিষেধকের উৎপাদন বাড়াতে বলেনি। বললে তাঁরা অবশ্যই সেই অনুযায়ী উৎপাদন বাড়িয়ে বছরে একশো কোটি ডোজ ভ্যাকসিন তৈরি করতে পারতেন। এখন হঠাৎ উৎপাদন বাড়ানো সম্ভব না। আস্তে আস্তে বাড়াতে হবে। তার জন্য অন্তত জুলাই মাস পর্যন্ত সময় লাগবে। বস্তুত কেন্দ্রীয় সরকার ভারতের সব নাগরিককে এই মাস থেকে প্রতিষেধক দানের ব্যবস্থা করার কথা বলার পর থেকে খুব কম সংখ্যক লোকই প্রতিষেধক পেয়েছেন এবং তার জন্য হাহাকার চলতেই থাকছে।