ইউএসএআইডি'র কর্মসূচী ছাঁটাই করা হবে

যুক্তরাষ্ট্র কংগ্রেসীয় কমিটি গতকাল সেই অভিযোগ শোনেন যাতে বলা হয়, যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহায়তা সংস্থা USAID এর কর্মসূচী ছাঁটাই করা হবে বা একদম নির্মূলও হতে পারে বলে আশংকার উদ্রেগ ঘটছে, হোয়াইট হাউস প্রস্তাবিত বাজেট প্রস্তাবে এই এমন একটা সময়ে যখন কিনা পূর্বাঞ্চলবর্তী আফ্রিকা বুভুক্ষার এমন একটা স্তরের মুখে গিয়ে পড়েছে যেমনটি কিনা আগে আর কখনোই দেখা যায়নি।

পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক সাব কমিটির শুনানী অধিবেশনে বক্তারা হূঁশিয়ারী উচ্চারণে বলেছেন, খরার কারণে, বুভুক্ষা তাড়িত পরিস্থিতি মোকাবেলায় বাজেটের এ ছাঁটাই প্রস্তাব বিঘ্ন সৃষ্টি করবে এবং সেটিও এমন একটা সময়ে যখন কিনা লক্ষ লক্ষ প্রাণ রক্ষার তাগিদে ত্রাণ সংস্থাগুলো তাঁদের কর্ম তৎপরতা বাড়িয়ে তুলতে চাইছে।

শুনানী অধিবেশনের অন্যতম বক্তা Bread for the World Institute এর Faustine Wabwire বলেন, যুক্তরাষ্ট্র সরকারের জরুরী ত্রাণ সহায়তা কর্মসূচীর অর্থায়নের হিসেবপত্রের মূলেই প্রস্তাবিত এ বাজেট ছাঁটাই একটা কুঠারাঘাত বলে প্রতিপন্ন হচ্ছে।

USAID এর Food for Peace বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক Matthew Nims বিধায়কদের উদ্দেশ্য করে বলেন, প্রেসিডেন্টের বাজেট পরিকল্পনায় নির্দিষ্টভাবে তাঁর বিভাগের ব্যয়বরাদ্দ হ্রাসের হিসেব দেখানো হয়নি বিধায় প্রস্তাবিত ছাঁটাইয়ের কি প্রভাব পড়বে বা পড়বে না, তা বলা তাঁর পক্ষে সম্ভব নয়।

The Famine Early Warning Systems Network এর রিপোর্টে বলা হচ্ছে, এ বছর বিশ্বের ৪৫টি দেশের আনুমানিক সাত কোটি মানুষের জন্যে জরুরী ভিত্তিতে খাদ্য সহায়তা জোগান দেবার প্রয়োজন হবে।