করোনা ভাইরাসের সংক্রমণ রোধে, নাগরিক বা স্থায়ী বাসিন্দা নন এমন মানুষদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নিলে, সোমবার ভ্রমণকারীরা প্রায় দুই বছরের মধ্যে প্রথমবারের মত পরিবার ও বন্ধুদের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে আসতে শুরু করেছেন।
যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে কঠিন ঐ নিষেধাজ্ঞা ২০২০ সালের শুরুতে আরোপ করা হয়েছিল। এতে চীন, ভারত ও ইউরোপের বেশিরভাগ দেশসহ ৩৩টি দেশ থেকে বিমানে করে আসা ভ্রমণকারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল এবং মেক্সিকো ও কানাডা থেকে স্থলবন্দর দিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়।
ঐ নিষেধাজ্ঞাটি পর্যটন শিল্পের যেমন বেশ বড় ক্ষতি করেছে, ঠিক তেমনি প্রিয়জনদের বিয়ে, অন্ত্যেস্টিক্রিয়া বা নবজাতক শিশুকে দেখা থেকেও মানুষকে বিরত রেখেছে।
সোমবার থেকে ভ্রমণকারীর কোভিড-১৯ এর টিকা দেবার দাপ্তরিক প্রমাণ এবং সাম্প্রতিক সময়ে করা করোনা ভাইরাস পরীক্ষার নেতিবাচক ফলাফল দেখিয়ে বিমানে করে যুক্তরাষ্ট্রে আসতে পারবেন।
( রয়টার্স )