এখনো মিয়ানমার ছেড়ে রোহিঙ্গাদের পালিয়ে আসা দুঃখজনক: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

দ্বিতীয় দিনের মতো বাংলাদেশের কক্সবাজার সফরকালে রোহিঙ্গা সংকটটি গভীরভাবে স্পর্শ করেছে বাংলাদেশে নব নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলারকে। রোহিঙ্গাদের মুখ থেকে তাদের করুণ বর্ণনা শুনে এবং সংকটের ব্যাপকতা উপলব্ধি করে খুবই মর্মাহত হয়েছেন মিলার।

মিলার বলছিলেন, রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরত পাঠানোর গুরুত্ব তাঁর স্মরণ হচ্ছিল। কিন্তু উল্টো এখনো রোহিঙ্গাদের মিয়ানমার ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসা দুঃখজনক বলেও জানান তিনি।

মিলার বলছিলেন, রোহিঙ্গা ইস্যুকে গুরুত্বের সাথে সবার দৃষ্টিতে রাখতে হবে। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের জনগণ ও সরকারের উচ্চকিত প্রসংশা করে তিনি আরো বলেন, এখন সবার দায়িত্ব হবে মিয়ানমারে নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে সম্মান ও মর্যাদার সাথে রোহিঙ্গাদের ফেরত পাঠানো।

মিলার বুধবার কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প এবং যুক্তরাষ্ট্র সরকারের সহায়তায় পরিচালিত বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন।

আগামীকাল বৃহস্পতিবার কক্সবাজারের উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

Your browser doesn’t support HTML5

কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসাইন সাকিলের রিপোর্ট।