আফগানিস্তানে বোমা হামলার প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশের পূর্বাঞ্চলে ইসলামিক স্টেট জঙ্গীরা ব্যবহার করে এমন সুড়ঙ্গ ও গুহা লক্ষ্য করে সবচেয়ে বড় অপারমানবিক বোমা হামলা চালিয়েছে। প্রদেশটির গভর্নরের একজন মুখপাত্র জানিয়েছেন, বোমা হামলার পূর্বে গভর্নরকে তা জানানো হয়নি। ভয়েস অফ আমেরিকার Cindy Saine এর প্রতিবেদন থেকে শোনাচ্ছেন রোকেয়া হায়দার।

Your browser doesn’t support HTML5

আফগানিস্তানে বোমা হামলার প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প

বড় আকারের GBU-43 বোমাকে বলা হয় “mother of all bombs”. সেনাবাহিনী বিশেষজ্ঞরা বলেন, বোমাটি ভূমির ওপরে বিস্ফোরিত হয় এবং এর বিস্ফোরন আতঙ্কজনক হয়। বোমাটি এই প্রথম যুদ্ধ ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সচিব Sean Spicer বোমাটি বৃহৎ, শক্তিশালী এবং লক্ষ্যভেদী অস্ত্র হিসাবে অভিহিত করেছেন। Sean Spicer বলেন-

“ইসলামিক স্টেট জঙ্গীরা ঐ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপদেষ্টা এবং আফগান বাহিনীকে লক্ষ্যে পরিনত করতে, অবাধে চলাচলের জন্য যেসব সুড়ঙ্গ ও গুহা ব্যবহার করে, সেগুলোই ছিল আমাদের লক্ষ্য। ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধকে যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে। এবং ঐ গ্রুপটিকে পরাজিত করতে, তারা যেসব স্থান থেকে তাদের কার্যকলাপ চালায়, সেগুলোকে আমরা অবশ্যই অস্বীকার করি। এবং তাই আমরা করেছি। যুক্তরাষ্ট্র অভিযানের ফলাফল হিসাবে বেসামরিক মানুষ হতাহত এবং সম্পদের ক্ষতি রোধ করার জন্য প্রয়োজনীয় সব সাবধানতা গ্রহন করেছে।“

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বোমা হামলার প্রশংসা করেন। তিনি বলেন-

“আমাদের সামরিক বাহিনী নিয়ে আমরা খুবই গর্বিত এবং এটি আরো একটি সফল ঘটনা ছিল।"

হামলার অনুমোদন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন-

"সবাই জানে, ঠিক কি ঘটেছে। এবং আমি আমার সামরিক বাহিনীকে অনুমোদন দেই। আমাদের বিশ্বের সর্বশ্রেষ্ঠ সামরিক বাহিনী রয়েছে এবং যথারীতি তারা তাদের কাজ করেছে। সুতরাং আমরা তাদের সবধরনের অনুমোদন দিয়েছি। এবং তারা ঐ কাজগুলো করছেন।"

এ ধরনের বৃহদায়তন বোমা হামলা, অন্য দেশ গুলোর কাছে যুক্তরাষ্ট্রে সংকেত পাঠানোর চেষ্টা ছিল কিনা এমন প্রশ্নের উত্তর দেননি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র MARK TONER. তিনি বলেন-

"দেখুন, আমি আমার সীমার বাইরে গিয়ে কোন কথা বলবো না এবং নেটোর সামরিক বিষয়ে কথা বলবো।“

সেনাবাহিনী বিশেষজ্ঞরা বলছেন, এই বোমা আগে কখনো ব্যবহার করা হয়নি। সুতরাং গুরুত্বপূর্ন প্রশ্ন হতে পারে, বোমাটি বেসামরিক মানুষকে হত্যা না করে, ইসলামিক স্টেটের লক্ষ্যবস্তুকে কি ধ্বংস করতে পারেছে?