মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা বলছেন সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট কে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান অভিযান সামনের সপ্তাগুলোতে আরও বাড়ানো হবে।
এয়ার ফোর্স লিউটেনেন্ট জেনারেল চার্লস ব্রাউন আজ বলেন যে খারাপ আবহাওয়া এবং আই এস জঙ্গিদের স্থলভাগে চলাচল হ্রাস পাওয়ায় জোটের বোমা হামলার গতি কম ছিল।
দুবাইয়ে বিমান বাহিনীর প্রধানদের আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে ব্রাউন এই সমালোচনা নাকচ করে দেন যে সিরিয়ায় রুশ বিমান অভিযানের কারণে , যুক্তরাষ্ট্রের অভিযান কমিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন সিরিয়ার আকাশে জঙ্গি বিমানের যে কোন সংঘাত এড়াতে গত মাসে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তি , প্রয়োজনবোধে যুক্তরাষ্ট্র বাহিনীর বিমান আমলায় কোন বাধা সৃষ্টি করবে না।