যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর ইতিহাস মাস শুরু

প্রতি বছর যুক্তরাষ্ট্রে, ফেব্রুয়ারী কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর ইতিহাস মাস রুপে পালিত হয়ে থাকে। এরই আলোকে, এমাসের তাৎপর্য- এ জনগোষ্ঠীর অবদান এ দেশের ইতিহাস ও পরম্পরা রচনায়– এসব নিয়ে উইসকানসিন বিশ্বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক রোসবুশ প্রফেসর, বর্তমানে ফ্লোরিডা নিবাসী ডক্টর জিল্লুর রহমান খানের সঙ্গে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে কথা বলেন সরকার কবীরুদ্দীন।

Your browser doesn’t support HTML5

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর ইতিহাস মাস শুরু