ব্রিটেনের নতুন প্রধান মন্ত্রী বরিস জনসনকে নিয়ে নতুন করে বিতর্কের সুত্রপাতঃ বিশ্লেষণ

ব্রিটেনের নতুন প্রধান মন্ত্রী বরিস জনসনকে নিয়ে নতুন করে বিতর্কের সুত্রপাত হচ্ছে ব্রিটেনের রাজনৈতিক আঙ্গিনায় যখন তিনি জোর দিয়ে বলছেন যে ৩১ শে অক্টোবরের মধ্যেই ব্রিটেনকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে নিয়ে আসার ব্যাপারে তিনি প্রতিশ্রুতিবদ্ধ ।

এমন কী ই.ইউ’র সাথে কোন রকম চুক্তি সই না হলেও। বিষয়টি যেমন ব্রিটেনের অভ্যন্তরীণ রাজনীতিতে একটা বড় রকমের প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, তেমনি অর্থনীতিতেও । এ সম্পর্কে বিশ্লেষণের জন্যে আজ যোগ দিয়েছেন লন্ডন থেকে, সাংবাদিক ও বিশ্লেষক সুজা মাহমুদ তাঁর সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে সরাসরি টেলিফোনে কথা বলেছেন, আনিস আহমেদ।

Your browser doesn’t support HTML5

সাংবাদিক ও বিশ্লেষক সুজা মাহমুদ তাঁর সঙ্গে কথা বলেছেন আনিস আহমেদ