জিকা ভাইরাস বিস্তার বন্ধে সহায়তার লক্ষ্যে যুক্তরাষ্ট্র আরো ৬০ কোটি ডলার সহায়তা দেবে

জিকা ভাইরাস বিস্তার বন্ধে সহায়তার লক্ষ্যে যুক্তরাষ্ট্র আরো ৬০ কোটি ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে।

হোয়াইট হাউজ কর্মকর্তারা বলেছেন এই অর্থ জিকা প্রতিরোধে যথেষ্ট না হলেও তা এর বিস্তার ঠেকানোর জন্য সহায়ক হবে। ম্যানেজমেন্ট ও বাজেট অফিসের পরিচালক শন ডোনোভান বলেছেন জিকা প্রতিরোধে কংগ্রেসে ১৯০ কোটি ডলারেরর তহবিল পাশের প্রস্তাব দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে জিকা ছড়ানোর আশংকা রয়েছে উল্লেখ করে হোয়াইট হাউজ বলেছে মশা নিয়ন্ত্রন, নজরদারী, পরীক্ষা ও ওষুধ উদ্ধাবনের জন্য অর্থ প্রয়োজন। ইতিমধ্যে ৬৪ জন গর্ভবতী নারীসহ যুক্তরাষ্ট্রে ৬৭২টি জিকা সংক্রমনের খবর পাওয়া গেছে।