যুক্তরাষ্ট্র বাংলাদেশে আরও ৩.৫ মিলিয়ন ডোজ টিকা পাঠাচ্ছে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে একজন স্বাস্থ্যকর্মী করোনার টিকা দিচ্ছেন। ২২ জুন, ২০২১ ঢাকা, বাংলাদেশ।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন, ৩.৫ মিলিয়ন ডোজ মডার্নার টিকা এই সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

কর্মকর্তা আরও জানিয়েছেন সোমবার এই টিকা বাংলাদেশে পৌঁছাবে।

পৃথিবীর অন্যান্য দেশকে টিকা দেয়ার যে প্রতিশ্রুতি প্রেসিডেন্ট বাইডেন দিয়েছেন তারই অংশ হিসাবে এই টিকা পাঠানো হচ্ছে।

যুক্তরাষ্ট্র শুক্রবার ইউক্রেনে ২ মিলিয়ন ডোজ টিকা পাঠিয়েছে।

(রয়টার্স)