যুক্তরাষ্ট্রে তুহিন তীক্ষ্ণ শীতের ঝাপটা মধ্য পশ্চিমাঞ্চলের বহূ এলাকা কাঁপিয়ে এখন জেঁকে বসেছে গোটা পূর্বাঞ্চল ও দক্ষিনাংশের এলাকাগুলোয়- শীতের এ থরথের কাঁপুনিতে বন্ধ হয়েছে হাজার হাজার শিক্ষালয় ।
ওয়াশিংটন ডি সি , নিউ ইয়র্ক , ফিলাডেলফিয়া,বস্টনে তাপমাত্রা সেলসিয়াস মাপে হীমাঙ্কের ১০ ডিগ্রি নিচে নেমে যাচ্ছে বলে আবহাওয়াবীদেরা বলছেন । প্রচন্ড এ শৈত্যপ্রবাহ ধেয়ে চলেছে এমোনকি দূর দক্ষিনের ফ্লরিডায় – পৌঁছিয়ে যাচ্ছে এমোনকি ট্যাক্সাসের দক্ষিন প্রান্ত সীমা অবধি ।
শিতের প্রকোপ থেকে বিশেষ করে ছোটো বাচ্চাদের রক্ষা করবার তাগিদেই শিক্ষালয়গুলো বন্ধ রাখা হচ্ছে । উত্তর মেরু থেকে ধেয়ে আসা শৈত্য প্রবাহের কারণেই মূলত: এটা ঘটছে বলে মনে করা হচ্ছে – তবে পরে সপ্তাহের শেষের দিকে আবহাওয়া পরিস্থিতি আবার স্বাভাবিকে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে ।
ওয়াশিংটন ডি সি , নিউ ইয়র্ক , ফিলাডেলফিয়া,বস্টনে তাপমাত্রা সেলসিয়াস মাপে হীমাঙ্কের ১০ ডিগ্রি নিচে নেমে যাচ্ছে বলে আবহাওয়াবীদেরা বলছেন । প্রচন্ড এ শৈত্যপ্রবাহ ধেয়ে চলেছে এমোনকি দূর দক্ষিনের ফ্লরিডায় – পৌঁছিয়ে যাচ্ছে এমোনকি ট্যাক্সাসের দক্ষিন প্রান্ত সীমা অবধি ।
শিতের প্রকোপ থেকে বিশেষ করে ছোটো বাচ্চাদের রক্ষা করবার তাগিদেই শিক্ষালয়গুলো বন্ধ রাখা হচ্ছে । উত্তর মেরু থেকে ধেয়ে আসা শৈত্য প্রবাহের কারণেই মূলত: এটা ঘটছে বলে মনে করা হচ্ছে – তবে পরে সপ্তাহের শেষের দিকে আবহাওয়া পরিস্থিতি আবার স্বাভাবিকে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে ।