আইসিসের ওপর সর্বাধিক চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রে ৬৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রী-আন্তর্জাতিক সংস্থার বৈঠক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলার্সন, ইসলামিক স্টেটকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নের্তৃত্বাধীন জোটে অন্তর্ভুক্ত ৬৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাদের এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর একটি পূর্ণাঙ্গ বৈঠকের আয়োজন করছেন। ২০১৪ সালের পর এটিই হচ্ছে এ ধরণের প্রথম বৈঠক।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে, বুধবারের এই সম্মেলনের লক্ষ্য হচ্ছে ইরাক ও সিরিয়ার যে অবশিষ্ট অংশে আইসিস রয়েছে, তাদের পরাস্ত করা এবং আইসিসের শাখা প্রশাখা, সংশ্লিষ্ট সংগঠন ও চক্রগুলোর ওপর সর্বাধিক চাপ প্রয়োগ করা।

পররাষ্ট্র দপ্তর থেকে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা Cindy Saine এর পাঠানো প্রতিবেদনটি উপস্থাপন করছেন আনিস আহমেদ।

Your browser doesn’t support HTML5

আইসিসের ওপর সর্বাধিক চাপ প্রয়োগে ৬৮টি দেশের পররাষ্ট্রমন্ত্রী-আন্তর্জাতিক সংস্থাগুলোর বৈঠক হচ্ছে যুক্তরাষ্ট্রে