সঙ্কটের মুখে যুক্তরাষ্ট্র-তালিবান শান্তি চুক্তি

শনিবার আফগান সরকার সাম্প্রতিক শান্তি চুক্তি অনুযায়ী যে ১৫০০ তালিবান বন্দিদের মুক্তি দেবার কথা ছিল, সে সিদ্ধান্ত বাতিল করে দিয়েছেI এই বাতিলকরণ যুক্তরাষ্ট্র ও তালিবানদের মধ্যেকার শান্তি চুক্তিকে বিঘ্নিত করতে পারেI আফগান নিরাপত্তা বিভাগের মুখপাত্র, জাভেদ ফয়সাল বলেন, বন্দিদের তালিকা প্রস্তুত করতে তাদের আরো সময় লাগবেI তবে প্রেসিডেন্ট আশরাফ ঘানি এ সপ্তাহের আগের দিকে পর্য্যায়ক্রমে বন্দি-মুক্তির নির্দেশ দিয়েছিলেনI

এই শান্তি বাস্তবায়িত হলে সেটাই হবে ১৮বছরের যুদ্ধের পর, যুদ্ধের অবসান ও বিদেশী সেনাদের ঘরে ফিরে আসবার সর্বোত্তম সুযোগI