তুরস্কের কাছে কূর্দী সেনাদের সুরক্ষার আহ্বান আমেরিকার

ট্রাম্প প্রশাসন তুরস্কেরকাছে এই নিশ্চয়তার চেষ্টা করছে যাতে আমেরিকার মিত্র কূর্দী সেনাদের উপরে তুরস্ক যেন হামলা না চালায়। এই উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় উপদেষ্টা জন বলটন তুরস্কের শীর্ষ স্থানীয় নেতাদের সংগে আলোচনার জন্য আজ সোমবার তুরষ্কে পৌঁছান।

সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের ২হাজার সেনা প্রত্যাহারের প্রয়োজনীয় শর্ত হিসেবে তুরষ্ককে ইসলামিক ষ্টেট জঙ্গিদের বিরুদ্ধে কূর্দি সেনারা যে লড়াই করেছে তাদের সুরক্ষার নিশ্চয়তা দিতে হবে, উপদেষ্টা বল্টনের এই মন্তব্যের একদিন পরেই তিনি তুরস্ক সফর করেছেন।

তুরস্ক অবশ্য কূর্দী সেনাদের সিরিয়ান কূর্দীস পিপলস প্রটেকশন ইউনিটস বা YPG যারা পিকেকের সংগে সংশ্লিষ্ট বলেই বিবেচনা করে। কূদ্দীদের ঐ দলটি গত কয়েক দশক ধরে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলেবিদ্রোহী তৎপরতা চালাচ্ছে।