সন্ত্রাসী সংগঠনগুলো ধর্মীয় অসহিষ্ণুতা ও বৈরীতা সৃষ্টির মাধ্যমে সংঘাত উস্কে দেয়: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয়

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয় বলেছে মধ্যপ্রাচ্য, আফ্রিকার দক্ষিনাঞ্চল ও এশিয়ায় বেশকিছু সন্ত্রাসী সংগঠন ধর্মীয় গোষ্ঠিসমূহের ওপর নানা ধরণের নির্যাতন চালিয়ে আসছে।

পররাষ্ট্র মন্ত্রনালয়ের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক ১৭তম বার্ষিক রিপোর্টে বলা হয় মূলত ধর্মীয় গোষ্ঠীগুলোকে টার্গেট করে ধর্মীয় অসহিষ্ণুতা ও বৈরীতা সৃষ্টির মাধ্যমে তারা সংঘাতকে উস্কে দেয়।

রিপোর্টর ইরাক ও সিরিয়ায় ধর্মীয় স্বাধীনতা নষ্টের মূল কারন হিসাবে ইসলামিক ষ্টেটের কর্মকান্ডকে দায়ী করা হয়।

এছাড়া ইরাকে শিয়া মুসলমানদের সহিংস কর্মকান্ড, সিরিয়ায় আল নুসরা ফ্রন্টের জঙ্গী তৎপরতা, নাইজেরিয়ায় বোকো হারামের সহিংসতা, পাকিস্তানে লস্কর ই ঝাংভি, জার্মানী ও ফ্রান্সে ইহুদীবিদ্বষী মনোভাবীদের কর্মকান্ড ও মিয়ানমারে রোহিঙ্গা সংখ্যালঘূদের প্রতি বৈষম্য মূলক আচরণনের বিষয়ও তুলে ধরা হয়।