যুক্তরাষ্ট্র সেনেটে চার বছরে এই প্রথম কেন্দ্রীয় বাজেট পাশ হলো । ৫০-৪৯ এ সংকীর্ণ ব্যবধানে ভোট পড়লো শনিবার প্রত্যুষের একটুখানি আগে । বাজেটের বিরোধিতায় সেনেটের সকল রেপাবলিকান সাংসদের সঙ্গে যোগ দেন ডেমোক্র্যাটিক পার্টির চার সাংসদ – কিন্তু হলে কি হবে , ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রিত সেনেট সভায় এ বাজেট পাশ ঠেকাতে ঐ সংখ্যক ভোটেও কুলোয় নি – পাশ হয়েছে তা এক ভোট বেশি পেয়েই । এ বাজেট মোতাবেক বিত্তশালি এ্যামেরিকান জনগনের কিছু কিছু কর ছাড় বন্ধ করে পরবর্তি দশকে নতুন কর রাজস্বের আকারে প্রায় এক লক্ষ কোটি ডলার সংগ্রহের ব্যবস্থা হবে । প্রায় ঐ একই অঙ্কের অর্থ আসবে সরকারি ব্যয় সংকোচনের মধ্যে দিয়েও ।
এর আগে দু’হাজার নয় সালের পর থেকেই বাজেট অনুমোদনে ব্যর্থতার জন্যে সেনেট সভার ডেমোক্র্যাট দলিয়দেরক দোষারোপ করা হয়েছে নিরন্তর ।