উইসকানসীন ভোট লড়াইয়ে জয়ি হলেন রেপাবলিকান টেড ক্রুয আর ডেমোক্রাট বার্নী স্যান্ডার্স

গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলবর্তী উইসকানসীন রাজ্যে হয়ে গেলো যুক্তরাষ্ট্রের দু’ হাজার ষোলোর প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাই পর্বের গুরুত্বপুর্ণ প্রাইমারী ভোট – প্রধান দু’ দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যেকার প্রতিদ্বন্দীতা । এ ভোট লড়াইয়ে জয়ি হলেন, যেমনটি কিনা আগেই বিভিন্ন সমীক্ষায় ধারণা করা গিয়েছিলো, সেভাবেই, রেপাবলিকান দলের টেক্সাস সেনেটর টেড ক্রুয আর ডেমোক্র্যাটিক দলের পক্ষে ভারমন্ট সেনেটর বার্নী স্যান্ডার্স। এ ভোটে রেপাবলিকান পার্টীর টেড ক্রুয পেয়েছেন ৪৮ শতাংশ ভোট – নিকটতম প্রতিদ্বন্দী রেপাবলিকান দলের সর্বাগ্রগন্য প্রার্থী ডনাল্ড ট্রাম্প পেয়েছেন ৩৫ শতাংশ ভোট। বলা হ’চ্ছে উইসকানসীনে ডনাল্ড ট্রাম্প জিতলে মনোনয়নের জন্যে তাঁর যে বারো শ’ ৩৭ ডেলিগেইট দরকার সে লক্ষ পানে যাত্রা তাঁর অনেক সহজতরো হতো – কিন্তু এখনো ডনালাড ট্রাম্প তাঁর দলে ডেলিগেইট সংখ্যায় অনেক এগিয়েই রয়েছেন। অপর পক্ষে, ডেমোক্র্যাট দলের বার্নী স্যান্ডার্স যে উইসকানসীনে জিতলেন তাতে তাঁর অবস্থান উজ্বলতরো প্রতিভাত হলেও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটানের অবস্থান কিন্তু তেমন একটা টলাতে পারেননি তিনি। এমোন কি স্যান্ডার্স নিজে যেটা কিনা বারবারই উল্লেখ করে এসেছেন সেভাবেই নিউ ইয়র্ক বাছাই পর্বে তাঁর অবস্থান অনেকখানিই মজবুত হতে পারে বলে বিশ্বাস করেন তিনি – এখনো সেটা খুব একটা ফলপ্রসূ বলে মনে হচ্ছেনা বিশ্লেষকদের অনেকেরই কাছে। কেননা- হিলারীর রয়েছে ডেমোক্র্যাটিক দলের ভেতরকার অনেকের সমর্থন- রয়েছে সুপার ডেলিগেইটদের সংখ্যাধিক্য মদত। ক্লিনটন উইসকানসিন ফলাফল নিয়ে কোনো বক্তৃতা বয়ানও দেননি- শুধু চুইটারে অভিনন্দন জানিয়েছেন স্যান্ডার্সকে উইসকানসীন বিজয়ে- আর সমর্থকদের বলেছেন এগিয়ে চলো সামনের পানে।